September 7, 2024, 10:44 am
জেলার সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে বাবার ট্রলিতে চাপা পড়ে মেয়েসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো, ট্রলির মালিক ও চালক কামাল হোসেনের মেয়ে নাহিয়া (৪) ও জামাল হোসেনের ছেলে আবু হুরাইরা বাঁধন (২)। স্থানীয়রা জানান, রোববার সকালে কামাল হোসেন কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে ট্রলি নিয়ে বের হচ্ছিলেন। তিনি ট্রলিটি বাড়ি থেকে নিয়ে পাশের রাস্তায় ওঠানোর পর পেছনে নিতে গেলে শিশু দু’টি ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত নাহিয়া কামাল হোসেনের মেয়ে এবং বাঁধন কামাল হোসেনের ভাই জামাল হোসেনের ছেলে। নিহত শিশু দু’টির মরদেহ তাদের বাড়িতেই রয়েছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে।
Comments are closed.