September 14, 2024, 10:36 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
যশোরে যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা

যশোরে যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা

মণিরামপুর প্রতিনিধি: যশোরে সন্ত্রাসীদের গুলিতে উদয় শংকর (৪৬) নামে স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি নিহত হয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) সকালে মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের বৈকালী সড়কে এ ঘটনা ঘটে। নিহত উদয় শংকর উপজেলার নেহালপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি ও পাঁচাকড়ি টেকেরঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং নেহালপুর স্কুল এন্ড কলেজ এর প্রভাষক ছিলেন। তার বাবার নাম মৃত রঞ্জিত বিশ্বাস। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে যুবলীগ নেতা উদয় শংকর বিশ্বাস স্থানীয় টেকেরহাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন, পথে বাড়ির কাছেই। একদল সন্ত্রাসীরা আচমকা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি পড়ে ছিলেন। পরে গ্রামবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশের একাধিক টিম ঘটনাটি তদন্ত শুরু করেছে। তবে এ হত্যার সাথে চরমপন্থী কানেকশন রয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন। যশোরের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন বলেন, ঘটনাটি জানার পর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে দেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের এ ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com