September 7, 2024, 12:24 pm
যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস দলটি অভয়নগর উপজেলার পঁচা মাগুরা এলাকায় অভিযান চালিয়ে এবিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ তাদের আটক করেন। যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই রইচ আহমেদ, এএসআই শফিউল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম অভয়নগর থানা এলাকার পঁচা মাগুরার হান্নান গাজীর বাড়ীর পূর্ব পাশে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (৩৭), ইলিয়াস হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। আটক শরিফুল ইসলাম অভয়নগর উপজেলার পঁচা মাগুরা পুরাটাল এলাকার জাহাতাব মোল্লার ছেলে, ইলিয়াস হোসেন একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও সাদ্দাম হোসেন ঢাকা সাভার বলিয়ারপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৬০ হাজার টাকা। যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা মাদকাস করে আসছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে রায়নগর উপজেলার পচা মাগুরা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।
Comments are closed.