September 7, 2024, 12:21 pm
যশোর কেন্দ্রীয় কারাগারের নয়া জেলার হিসেবে ফোরকান ওয়াহিদ যোগদান করেছেন। বুধবার সকালে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে যোগদান করেন। এরআগে তিনি বান্দরবন জেলা কারাগারের জেলার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে, জেলার ফোরকানের যোগদান উপলক্ষে কারাগারের পক্ষথেকে ফুল দিয়ে বরণ করে নেন কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরা। উল্লেখ্য, গত ৯ জুন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান ঠাকুরগাও জেলায় বদলি হন। পরে ভারপ্রাপ্ত জেলার হিসেবে ডেপুটি জেলার আসমা আক্তার দায়িত্ব পালন করেন। সর্বশেষ বুধবার জেলার ফোরকান ওয়াহিদ যশোর কারাগারের দায়িত্ব বুঝে নেন।
Comments are closed.