September 7, 2024, 10:28 am
জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় তরুণ পার্টির যশোর জেলা কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। শনিবার যশোর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জেলা জাতীয় তরুণ পার্টির আয়োজনে জেলার তরুণ পার্টির নবম নির্বাচিত কমিটির এক পরিচিত সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যশোর জেলা জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মো. মনিরুজ্জামান হিরনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আশিকুর রহমান আশিক মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বিএম বাবলুর রহমান, ঝিনাইদহ জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক তোফাজ্জল হোসেন সোহাগ প্রমুখ। এসময় আরো বক্তব্য রাখেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এড. জিএম আবু মুসা, যশোর সদর জেলা জাপা যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী মোল্লা, জাতীয় পার্টির নেতা তোফাজ্জল হোসেন তোতা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যশোর জেলার সদস্য সচিব শেখ মো. মুকুল হোসেন, যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, জেলা তরুণ পার্টির সদস্য সচিব হাকিম মুফতী ফিরোজ শাহা, জাতীয় পার্টির নেতা মুফতি নুরুল আমিন, জাতীয় কৃষক পার্টির সভাপতি ময়নুল খাঁন, জাতীয় তরুণ পার্টির নেতা হাবিবুর রহমান প্রমুখ।
Comments are closed.