December 6, 2023, 5:26 pm

যাত্রাবাড়ীতে বাসা থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

যাত্রাবাড়ীতে বাসা থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকার একটি বাসা থেকে মা ও তাঁর দেড় বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ হাতুড়ি ও বালিশ উদ্ধার করেছে। পুলিশের সন্দেহ এটি হত্যাকাণ্ড। নিহত মায়ের নাম রোমা আক্তার (২৭)। শিশুটির নাম মো. রিশাদ। এ ঘটনার পর থেকে রোমার স্বামী আব্দুল অহিদ পলাতক। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে অহিদ স্ত্রী ও সন্তানকে হত্যার পর পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে বালিশ চাপা দিয়ে তাঁদের হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, রাত ১১টার দিকে মীরহাজীরবাগের ১৯২ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited