September 10, 2024, 11:39 am
দীর্ঘ দিন পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি। গত যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা। যাত্রা পথে দুবাইয়ে ট্রানজিট থাকায় সেখানকার এয়ারপোর্টে বেশ সময় কাটান খুশি-চঞ্চল। এরই ফাঁকে ফটোসেশনও সারেন। তা জানিয়ে চঞ্চল চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘‘অনেক বছর পর আমেরিকার পথে রওনা দিয়েছি। যাত্রা বিরতি দুবাই এয়ারপোর্টে।
গন্তব্য ‘আনন্দ মেলা’ লস অ্যাঞ্জেলেস।’’ যুক্তরাষ্ট্র সফরের কারণ ব্যাখ্যা করে শাহনাজ খুশি বলেন, ‘কোভিডের দীর্ঘ বিরতির পর আবার আমেরিকা সফর। প্রবাসী বাঙালি ভাইবোনদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আনন্দ মেলা। এতে অংশ নেওয়া এবং সম্মাননা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছি।’ চঞ্চল-খুশি ছাড়াও এই আয়োজনে অংশ নেবেন সংগীতশিল্পী তাহসান খান, নাদিয়া আহমেদ, প্রিয়া ডায়েস, আবু হেনা রনি প্রমুখ। আগামী ২৫-২৬ জুন লস অ্যাঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুলে অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা’। এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস।
Comments are closed.