February 14, 2025, 4:40 am
বাংলাদেশ রেলওয়েকে আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বিএনপি-জামায়াত সরকার যেসব রেলপথ উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সম্প্রসারণের কাজে হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।আজ বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদীতে দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চিলমারী নদীবন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। বন্দরটির সঙ্গে রেল-নৌ যোগাযোগ স্থাপনের জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। যাতে করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসার বাণিজ্যের দ্বার উন্মোচিত হয়।’ নূরুল ইসলাম সুজন আরও বলেন, ‘বিগত কোনো সরকারই রেলের উন্নয়নে কাজ করে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি জেলার সঙ্গে আধুনিক রেল যোগাযোগ স্থাপন করতে চান। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। যে জেলাগুলোতে রেল ব্যবস্থা নাই সেসব জেলাতে রেললাইন বসানো কাজ শুরু হবে।’
Comments are closed.