December 10, 2024, 6:11 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
রোহিঙ্গা গণহত্যা তদন্তে ঢাকা আসছে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিনিধি

রোহিঙ্গা গণহত্যা তদন্তে ঢাকা আসছে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিনিধি

বিদেশের খবর: গণহত্যা চালিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার থেকে তাড়ানোর তথ্য-প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশে মাঠ পর্যায়ে কাজ করতে চায় আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলির দপ্তর। এনিয়ে তদন্ত শুরু করতে অনুমতি চেয়েছেন কৌঁসুলি ফেতু বেনসুদা।সেলক্ষ্যে আইসিসির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের উদ্যোগ ইতিবাচক, তবে সঠিক তদন্তের স্বার্থে মিয়ানমারের রাখাইনে বেশি কাজ করা উচিত।রোম সনদে স্বাক্ষরকারি দেশ হিসেবে বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারক সই করতে চায় আইসিসি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।বিশ্লেষকরা বলছেন, প্রত্যাবাসনের স্বার্থে চীন ও জাতিসংঘের কার্যকরি ভূমিকা চায় বাংলাদেশ। মিয়ানমারের ওপর শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞারও তাগিদ বিশ্লেষকদের।কোন ধরণের জবাবদিহিতা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয় বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com