হাসান ইমামঃর্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযানে ৭২৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার মাহামুদপুর ও দেবহাটার বহেরায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলা ইন্দিরা গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোঃ শরীফুজ্জামান (৩৫) ও দেবহাটার বহেরা মাঝেরপাড়ার লুৎফর রহমানের ছেলে মোঃ মফিজুল মিয়া (৪২)।র্যাব সাতক্ষীরা কোম্পানীর উপ-পরিচালক মেজর মোঃ শামীম সরকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ১২ সেপ্টেম্বর রাত পৌনে ১ টায় সদর থানাধীন মাহামুদপুর ঈদগাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে মোঃ শরীফুজ্জামানকে (৩৫), ৫০১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে।অপর দিকে, বুধবার রাত সাড়ে ৯ টায় বহেরা বাজার থেকে অনুমান ৫০০ মিটার পূর্ব দিকে ইটের রাস্তার উপর থেকে মোঃ মফিজুল মিয়া (৪২), কে ২২৬ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেপ্তার করে। আটককৃত মালামালসহ গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ঠ থানায় সোপাদ্দ করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।