September 7, 2024, 12:20 pm
কোভিড ১৯ এর চলমান সংক্রমনের কারণে ক্ষতিগ্রস্ত নিন্মআয়ের মানুষ শুধুমাত্র ৩৩৩ তে ফোন করে অনুরোধ কারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন অবস্থিত দেবনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল আলীম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফতেমাতুজ-জোহরা।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. ইয়ারুল হক, সাংবাদিক মো. আবু সাঈদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউপি সচিব মতিয়ার রহমান, ইউপি সদস্য মনিরুল ইসলাম, বিশ্বনাথ মন্ডল, শফিকুল ইসলাম বাপ্পি, নজিবুর রহমান টুটুল, আলী হোসেন, ফজর আলী, আসাদুজ্জামান, কাজী মনিরুল ইসলাম, ফেরদৌসী ইসলাম, কামারুন নাহার, ফাহমিদা জামান মিতু। বক্তারা বলেন, শুধুমাত্র করোনা কালীন সময়ে নিন্ম আয়ের মানুষের খাদ্যের চাহিদা মেটানোর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত খাদ্য সামগ্রী দুস্থ অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
Comments are closed.