February 11, 2025, 12:17 pm
সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান’র সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, লাবসা ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে দৌড়, লম্বালাফ, উচ্চলাফ, ব্যাঙলাফ, বালিস সরানো, ভারী পাথর নিয়ে দৌড়, চামুশে মার্বেল, ছোট বল নিক্ষেপ, ৪শ মিটার দৌড়, সুঁচে সুতা পরানো, যেমন খুশি তেমন সাজা, কবিতা আবৃত্তি, সংঙ্গীত, অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Comments are closed.