December 11, 2023, 1:38 pm
আক্রমণভাগের দুই তারকা আলভারো মোরাতা ও জেরার্দ মোরেনোর বোঝাপড়ায় প্রথমার্ধে এগিয়ে গেল স্পেন। বিরতির পরপর রবার্ত লেভানদভস্কির লক্ষ্যভেদে সমতায় ফিরল পোল্যান্ড। কিছুক্ষণের ব্যবধানে স্পট-কিক মিস করে বসলেন মোরেনো। পরবর্তীতে অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না লুইস এনরিকের শিষ্যরা।
শনিবার রাতে নিজেদের মাঠে সেভিয়াতে ‘ই’ গ্রুপের ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপে এটি স্প্যানিশদের টানা দ্বিতীয় ড্র। একই ভেন্যুতে আগের ম্যাচে তারা সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। আর নিজেদের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল পোলিশরা।
এখনও কোনো ম্যাচ জিততে না পারায় ইউরোপের সর্বোচ্চ ফুটবল আসরের পরের পর্বে যাওয়ার পথে ভীষণ কঠিন হয়ে পড়ল স্পেনের। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ইউরোর তিনবারের চ্যাম্পিয়নরা আছে গ্রুপের তৃতীয় স্থানে। নকআউটের আশা বাঁচিয়ে রাখা পোল্যান্ডের অর্জন সমান ম্যাচে ১ পয়েন্ট। তারা আছে তলানিতে। ৪ পয়েন্ট নিয়ে সুইডেন শীর্ষে ও ৩ পয়েন্ট নিয়ে স্লোভাকিয়া দুইয়ে রয়েছে।
বরাবরের মতো স্পেন ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য করলেও গোলমুখে প্রথম শটটি নেয় পোলিশরা। চতুর্থ মিনিটে ২০ গজ দূর থেকে নেওয়া মাতেয়াস ক্লিচের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ছয় মিনিট পর স্প্যানিশরা ভীতি ছড়ায় প্রতিপক্ষের রক্ষণে।
বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা আরবি লাইপজিগের মিডফিল্ডার দানি ওলমোর কোণাকুণি শট সহজেই লুফে নেন ভোইচেখ স্ট্যান্সনি। দুই মিনিট পর ৩৫ গজ দূর থেকে পাউ তোরসের উচ্চাভিলাষী শটও ভাবনায় ফেলতে পারেনি পোল্যান্ডের গোলরক্ষককে।
Comments are closed.