February 14, 2025, 4:28 am
সাতক্ষীরা ল স্টুডেন্ট ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা ল কলেজে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল স্টুডেন্ট ফোরামের সভাপতি মো. সালাউদ্দিন রানা। ল স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ল কলেজের সিনিয়র প্রভাষক এড. সিরাজুল ইসলাম, প্রভাষক এড. মুনির উদ্দীন, প্রভাষক এড. হোসনেয়ারা, প্রভাষক এড. নাজমুন নাহার, প্রভাষক এড. লাকী ইয়াসমিন, ল স্টুডেন্ট ফোরামের সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহাবুদ্দিন সাজু, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি সীমা সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক (মহিলা) স্বপ্না খাতুন, সাংগঠনিক সম্পাদক সানজিদা অহিদ, সহকারী অধ্যাপক সদানন্দ সরকার, আন্না বৃষ্টি, আসাদুজ্জামান আসাদ, জাকিয়া রহমান জবা, এসএম ওয়াসীম হায়দার, শরিফুল রাহি, হুমায়ুন কবির রায়হান, হাসান, মুনমুন প্রমুখ। পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন হাফেজ মাও: আবুল হোসেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ল স্টুডেন্টস ফোরামের সভাপতি বলেন, ল স্টুডেন্ট ফোরামের সকল কার্যক্রম এভাবে ঐক্যবদ্ধভাবে আমরা সফল করবো। এছাড়া আগামী ২৬ রমজানে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
Comments are closed.