February 11, 2025, 11:02 am
উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শাপলা কুড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল দশটায় শহরের মধুমল্লারডাঙ্গী পাওয়ার হাউজ পুকুর এলাকার মাঠে শাপলা কুড়ি বিদ্যানিকেতনের কোমলমতি শিশু শিক্ষার্থীদের অংশ গ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান মো. নুরুল হক, শিক্ষাবিদ সুকৃতি রায়। শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শাপলা কুড়ি বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক রেশমা খাতুন।
Comments are closed.