September 10, 2024, 10:20 am
বয়স ৩৫ বছর। ফিটনেস নিয়েও সমস্যার কিছু নেই। ক্যাপ্টেন্সি নিয়েও অসন্তুষ্ট ছিল না ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড।সমস্যা শুধু একটাই, ব্যাটিং। ব্যাট হাতে মরগানকে যে বড়ই অচেনা মনে হয়েছে সম্প্রতি। সর্বশেষ আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের (কে কে আর) এর রিটেইন লিস্ট থেকে বাদ পড়ার সঙ্গে সঙ্গে হারিয়েছেন ক্যাপ্টেনসি। এমনকি নিলামে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে কেনেনি কোনো ফ্রাঞ্চাইজি।
২০২১ সাল থেকে এ পর্যন্ত ৫ ম্যাচে রান করেছেন সর্বসাকূল্যে ১০৩। একটি মাত্র ফিফটি, শ্রীলঙ্কার বিপক্ষে ওভালে ৭৫*। এই ৫ম্যচে ২৫.৭৫ গড়ে করেছেন রান। যার মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ২ ম্যাচে রানের দেখাই পাননি ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক (২২৫ ম্যাচে ৬৯৫৭ রান)। শুধু ওয়ানডেই নয়, টি-২০তেও তার ব্যাটে এখন রানের খরা। ২০২১ সালের জানুয়ারি থেকে গত ১৮ মাসে করেছেন তিনি ৪৩ ম্যাচে ৬৪৩ রান (গড় ১৭.৮২)।
তাতেই মরগানের ক্যাপ্টেনসি হয়ে উঠেছে নড়বড়ে। পরিস্থিতির মুখে মঙ্গলবার ইংল্যান্ডের ক্যাপ্টেন্সি এবং আন্তর্জাতিক ক্রিকেট-দু’টোকেই গুডবাই জানিয়েছে ইয়ন মরগান। ২০১৫ সালে অ্যালিস্টার কুক এর স্থলে মরগান ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পেয়ে সীমিত ওভারের ক্রিকেটে দিয়েছেন সেরা সাফল্য। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড ফাইনাল খেলেছে তার ক্যাপ্টেন্সিতে। প্রথমবারের মতো ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছে ২০১৯ সালে নিজেদের মাটিতে, এটাও মরগানের ক্যাপ্টেনসিতে।
ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের (১২৬ ম্যাচে ৭৬ জয়, ৪০ হার, সাফল্যাঙ্ক ৬৫.২৫%)। এসব অর্জন সঙ্গী করে সাড়ে ৭ বছরের ক্যাপ্টেন্সিকে বিদায় বললেন এই লিজেন্ডারি। ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডকে দেয়া এক বিবৃতিতে মরগান বলেছেন-‘অনেক সতর্ক দৃষ্টি এবং বিবেচনার পর, আমি অবিলম্বে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসর ঘোষণা করতে এসেছি। সবচেয়ে আনন্দদায়ক এবং ফলপ্রসূ অধ্যায়ে এই সিদ্ধান্ত নেয়া মোটেও সহজ ছিল না। আমি বিশ্বাস করি এখনই সাদা বলের ক্রিকেট থেকে অবসর নেয়ার সঠিক সময়। আমি এই সিদ্ধান্তে অবিশ্বাস্যভাবে গর্বিত এবং সন্তুষ্ট, এবং ইংলিশ ক্রিকেট এগিয়ে যাওয়ার জন্য রোমাঞ্চিত।’
আয়ারল্যান্ডের হয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন। তবে সেরা সাফল্য পেয়েছেন ২০১৯ বিশ্বকাপ জয়। এই গর্ব নিয়েই বাকিটা জীবন কাটাতে চান মরগান- ‘আন্তর্জাতিক ক্রীড়াবিদের জন্য পরিবারের সমর্থন কতটা গুরুত্বপূর্ণ। আমার পাশে থাকার জন্য মা, বাবা, স্ত্রী টারা ও পরিবারের সবাইকে ধন্যবাদ। টিমমেট, কোচ, সমর্থক ও পেছনে থেকে যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে যা কিছু পেয়েছি তা নিয়ে আমি গর্বিত। ২০১৯ বিশ্বকাপ জয়ের কথা আমি কখনোই ভুলব না।’
সাদা বলের (ওয়ানডে,টি-২০) আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়ে এখন মাঠে দর্শক হিসেবে খেলা দেখার প্রহর গুনছেন মরগান- গত দেড় মাসে শুধু আমাদের গ্রুপ নয়, টেস্ট গ্রুপের জন্য ইতিবাচক উপায়ে অনেক কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুইজন নতুন কোচ নিয়োগ দেয়া হয়েছে এবং একজন নতুন লাল বলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। এখন উভয় গ্রুপ যেভাবে খেলছে, তা অবিশ্বাস্য। এখন আমি যেখানে বসে আছি, একজন ভক্ত হিসাবে আমি শিহরিত।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেট খেলতে চান মরগান-‘ ঘরোয়া ক্রিকেটে খেলাটা উপভোগ করতে চাই। দ্য হানড্রেডের দ্বিতীয় সংস্করণে লন্ডন স্পিরিটের ক্যাপ্টন্সি করতে মুখিয়ে আছি।’ নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ গ্রোয়েন ইনজুরির জন্য খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে ওই ম্যাচে ক্যাপ্টেনসি করেছেন বাটলার। ফর্মের তুঙ্গে থাকা এই বাটলারের কাঁধেই উঠতে যাচ্ছে ইংল্যান্ডের ওয়ানডে এবং টি-২০ ক্যাপ্টেন্সি।
Comments are closed.