December 2, 2023, 5:18 am

শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই ভুগছে: প্রধানমন্ত্রী

শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই ভুগছে: প্রধানমন্ত্রী

আমাদের দেশে যেমন মূল্যস্ফীতি বেড়েছে। ঠিক তেমনিভাবে উন্নত দেশগুলোতে অনেক অনেক মূল্যস্ফীতি বেড়ে গেছে। জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।’ জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন এবং বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ প্রদান অনুষ্ঠানে শনিবার (২৩ জুলাই) তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমেরিকা রাশিয়ার ওপর ডলার আদান-প্রদানে যে নিষেধাজ্ঞা দিয়েছে, এতে শুধু বাংলাদেশ নয়, ইউরোপ ও আমেরিকার মতো অনেক উন্নত দেশও ভুক্তভোগী। এই একটা সিদ্ধান্তের কারণে আমাদের সার কেনা, খাদ্য কেনা অথবা জ্বালানি তেল কেনা, সব ক্ষেত্র বাধাগ্রস্ত হচ্ছে। শুধু আমরা না, সারা বিশ্বই একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে গেছে। এটা হলো বাস্তবতা।’


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited