February 11, 2025, 5:31 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
শেখ হাসিনার গাড়ি বহরে হামলা অস্ত্র ও বিষ্ফোরক মামলায় রাস্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা অস্ত্র ও বিষ্ফোরক মামলায় রাস্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন

কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় বুধবার (১৫ মার্চ) ধার্য্য দিনে যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাস্ট্রপক্ষ। সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডলর আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এসময় আদালতের কাঠগড়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ মামলার ৩৯ জন আসামী উপস্থিতি ছিলেন। রাস্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সাতক্ষীরা জজ আদালতের পিপি এড. আব্দুল লতিফ। পিপি এড. আব্দুল লতিফ জানান, বুধবার আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। ২২ মার্চ আসামী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে দ্রুত এই মামলার রায় ঘোষণার দিন ধার্য্য করা হতে পারে বলে তিনি জানান। প্রসঙ্গত: বিগত ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন কলারোয়ার একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে। সেখান থেকে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে পৌছালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এতে শেখ হাসিনার সফরসঙ্গীসহ কয়েকজন দলীয় নেতাকর্মী আহত হন। এঘটনার এক যুগপর উচ্চ আদালতের নির্দেশে থানায় মামলা রেকড করা হয়। অবশেষে দুই দশক পর মামলার বিচারকার্য শেষের পথে। এর আগে একই মামলার হামলা ও ভাংচুর অংশের বিচারে গত বছরের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রায় হয়। এতে বিএনপি দলীয় সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০জন আসামীর প্রত্যেকের সর্বনিন্ম ৩ বছর থেকে সর্বোচ্চ ১০বছর পর্যন্ত সাজা প্রদান করা হয়। আসামীরা বর্তমানে এই সাজায় সাতক্ষীরা কারাগারেই আছেন। পরে একই ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার বিচার কার্যক্রম শুরু হয়। একপর্যায় গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com