February 14, 2025, 5:05 am
জাগো যুব ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে আশাশুনির শোভনালী ইউনিয়নের অসহায় মানুষের জন্য পবিত্র রমজানের তোহফা, ঈদ উপহার বিতরণ ও কিশোরীদের মাঝে হাইজিন কিটস বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কামালকাঠি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সেনেটারী ন্যাপকিন বিষয়ক এক সচেতনতা মূলক আলোচনা ও এলাকার দারিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. আবু বক্কর সিদ্দিক। প্রধান আলোচক ছিলেন শেখ ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য মিসেস মরিয়ম খাতুন খুকুমণি, অনিতা রানী, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারী প্রিয়াঙ্কা সরকার প্রমুখ।
Comments are closed.