March 27, 2025, 5:07 pm
প্রকৃতির নিসর্গ লীলাভূমি অপরূপ সুন্দর পৃথীবির শ্রেষ্ঠ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে কেন্দ্র করে চুনা নদীর পাদদেশে গড়ে ওঠা একমাত্র দর্শণীয় স্থান আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টার হুমকির মুখে পড়েছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে কোন কিছু বুঝে উঠার আগেই স্পটটির দেড় শতাধিক ফুট চুনা নদীর মোহনায় ধমে পড়ে। এসময় ওই স্থানে নির্মিত একাধিক দর্শণীয় স্থাপনা মহুর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায়।
পর্যটক স্পটের তদারককারী (কেয়ার টেকার) সাইফুল ইসলাম জানান, সকালের দিকে বিকট শব্দে স্থানটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীতে প্রচন্ড ¯্রােতে ভাঙ্গনের স্থান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মাকর্তা মোঃ কামরুজজামান বলেন, ঘটনাস্থলে চলাচলের জন্য নির্মিত ১২০ ফুট লম্বা ট্রেড, ব্রীজ, ফিশিং স্পট (মাছ ধরার স্থান) ও একটি ঘর নদীতে ধসে ৪০ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সার্বিক বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসক কে অবহিত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ বালিভর্তি বস্তা দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি জানান। প্রসঙ্গত ২০১৫ সালে সরকারি অর্থায়নে নির্মিত আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টারে বছরে অধিকাংশ সময় দেশ-বিদেশ হতে অসংখ্য পর্যটক ভিড় করে। এতে সরকারের মোট অংকের রাজস্ব উপার্জিত হয়।
Comments are closed.