February 14, 2025, 5:29 am
বেসরকারি সংস্থা কারিতাস খুলনা রিজিওন এর সিআইএমএম এস প্রকল্পের আয়োজনে সিএএফওডি এর অর্থায়নে সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে শ্যামনগরে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রকল্পের গত ৬ মাসের কার্য বিবরনী উপস্থাপন করেন প্রজেক্ট অফিসার এড্রিকো মন্ডল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা উন্নয়ন কর্মী সুজন সেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাকির হোসেন, রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন প্রমুখ। আরও বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উৎপল জোয়াদ্দার, বুড়িগোয়ালিনী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর প্রতিনিধি বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments are closed.