February 14, 2025, 4:52 am
শ্যামনগরে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শণী-২০২৩ এর উদ্বোধন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি এবং উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরোনারী হাসপাতাল শ্যামনগরের আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পর (এলডিডিপি) এর সহযোগীতায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী -২০২৩ সোমবার দুপুর ১২ টায় উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে ৩ দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি ও ১ দিন ব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ’র আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরা খামারবাড়ী উপ-পরিচালক ড. মো. জামাল উদ্দীন, জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. এবি এম আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ায়রম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর প্রমুখ।
Comments are closed.