September 7, 2024, 10:32 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শ্যামনগরে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান

শ্যামনগরে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান

শ্যামনগর উপজেলা পরিষদের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে উপজেলা পরিষদ রাজস্ব তহবিলের অর্থায়নে অপ্রত্যাশিত খাত হতে জরুরী মেরামত ও পুনর্বাসন, ঘূর্ণিঝড়, বন্যা, প্রকৃতিক দুর্যোগ, অগ্নিকান্ড এসকল পরিস্থিতি মোকাবেলায় ও ক্ষতিগ্রস্থদের মাঝে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা হলরুমে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকৌশলী সাঈদুজ্জামান সোহাগ, মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, চেয়রম্যান নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম। অনুষ্ঠান শেষ পর্বে ৬৬ জন ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com