September 10, 2024, 12:03 pm
শ্যামনগরে বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক’র আয়োজনে জলবায়ু পরিবর্তন জনিত দ্বন্দ রুপান্তর এবং জলবায়ু সক্ষমতা তৈরি বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বরসা রিসোর্টের হলরুমে অনুষ্ঠিতব্য উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বারসিক, সাতক্ষীরার আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথি পাল। উদ্বোধনী দিনে আলোচ্য সূচীর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং উপকূলীয় যুব স্বেচ্ছাসেবীদেরকে দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বারসিক এর গবেষক পাভেল পার্থ। এসময় উপস্থিত ছিলেন বারসিক এর প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের কর্মসূচী কর্মকর্তা রামকৃষ্ণ জোয়াদ্দার, মো. মফিজুর রহমান, বাবলু জোয়াদ্দার, বিশ্বজিৎ মন্ডল, গাজী আল ইমরান, এ্যাকাউন্টস বিধান মধু, এ্যাডভোকেসি অন ইয়ুথ লীড ক্লাইমেট চেইঞ্জ প্রকল্পের সমন্বয়কারী রুবিনা পারভীন রুবি প্রমুখ।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুর, মৌলভীবাজার, রাজশাহী, বাগেরহাট, যশোর, মানিকগঞ্জ, নেত্রকোনা ও সাতক্ষীরার মোট ৩৬ জন যুব জলবায়ু যোদ্ধা, সেচ্ছাসেবক ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে কাজ সাংবাদিকেরা অংশগ্রহণ করেন। আগামী বুধবার (৬ জুলাই) উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষিতদের মাঝে সনদ ও প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হবে।
Comments are closed.