February 11, 2025, 11:10 am
‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্যামনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে সোমবার সকাল ১০ টার সময় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমতির সভাপতি দিনেশ চন্দ্র মন্ডল, এসআই রাজিব প্রমুখ। সমগ্র আলোচনাসভা পরিচালনা করেন শিক্ষক পরিমল কর্মকার। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
Comments are closed.