September 7, 2024, 11:43 am
শ্যামনগরে জোড়া খুনের মামলার ঘটনায় পুরুষ শূন্য হয়ে পড়েছে টেংরাখালী গ্রাম। রমজাননগর ইউনিয়নের টেংরাখালীতে দুইপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৮ জুলাই ২০২২ তারিখ সন্ধ্যা ঘটে যাওয়া জোড়া খুনের মামলায় ৭৩ জনসহ ৪০/৫০ অজ্ঞাত আসামী করে সাবেক ইউপি সদস্য আব্দুল বারী একটি মামলা করেন। এ ঘটনায় আটকের ভয়ে টেংরাখালী গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়ে। মামলার আসামিসহ আসামিপক্ষের সমর্থকরা পালাতক হওয়ায় বর্তমানে প্রায় বাড়িতে এখন চুরি হচ্ছে। এলাকা ঘুরে ডজন খানেক অভিযোগ সূত্রে জানাগেছে জানাগেছে যে, পুরুষ শূন্য আসামিদের ঘরের বাইরে থেকে বিদ্যুৎ চালিত ফ্যান, বাল্ব, হাস, মুরগী, সোলার প্যানেল, গোলার ধান, প্রয়োজনীয় জিনিসপত্র, বাইরে থাকা মটরভ্যানের ব্যটারী এমনকি গ্রামের দোকান ভাংচুর করে মালামাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এলাকার মহিলারা সন্ধ্যার আগেই ঘরের দরজা বন্ধ করে ভয়ে দিনাতিপাত করছে। এলাকা পুরুষ শূন্য হয়ে পাড়ায় চোরেরা প্রকাশ্য সন্ধ্যা বেলায় চুরির কার্য্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় মহিলারা জানান, বাড়িতে পুরুষ শূন্য হওয়ায় এমন চুরির ঘটনা ঘটছে।
Comments are closed.