September 7, 2024, 12:19 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শ্যামনগরে জোড়া খুনের প্রধান আসামি লাল্টুসহ আটক দুই

শ্যামনগরে জোড়া খুনের প্রধান আসামি লাল্টুসহ আটক দুই

শ্যামনগরের টেংরাখালীতে জোড়া খুনের প্রধান আসামি আব্দুল হামিদ লাল্টুসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। রোববার (১৭ জুলাই) র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল যশোর জেলার মনিরামপুর থানা এলাকা থেকে রাত সাড়ে ৯ টার দিকে আব্দুল হামিদ লাল্টু (৫২) ও মামলার ১৮নং আসামি বাবলু গাজী (৪২) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ জুলাই বিকালে জেলার শ্যামনগর থানার টেংরাখালী গ্রামে ৮নং ওয়ার্ড আ.লীগ কার্যালয়ে ওয়ার্ড আ.লীগ কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে শ্যামনগর থানার রমজাননগর ইউনিয়ন আ.লীগের মিটিং চলাকালীন সময়ে আব্দুল হামিদ লাল্টু এবং তার প্রধান সহযোগী আজগার আলী বুলুর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়৷

এ সময় হামলাকারীরা আ.লীগ কার্যালয়ে থাকা আসবাবপত্র, অফিসের সামনে থাকা মোটর সাইকেল ভাংচুর করে এবং উপস্থিত নেতাকর্মীরা বাধা দিলে তাদের উপরেও হামলা চালিয়ে জখম করে। পরে গুরুতর জখম অবস্থায় ১৮-২০ জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এ সংঘর্ষের ঘটনায় আমির হোসেন এবং আব্দুল কাদের নিহত হয়। এব্যাপারে মো. আব্দুল বারী বাদী হয়ে শ্যামনগর থানায় ৭৩ জনকে আসামী করে ৪০/৫০ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com