September 7, 2024, 11:28 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শ্যামনগরে দুর্যোগ মোকাবেলায় সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের সমাপনী সভা

শ্যামনগরে দুর্যোগ মোকাবেলায় সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের সমাপনী সভা

শ্যামনগরে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের সমাপনী ও কৃতজ্ঞতা জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, উপজেলা সিপিপি’র উপ পরিচালক মুন্সি নুর মোহাম্মদ, নবযাত্রা প্রকল্পের সিনিয়র অপারেশনস ম্যানেজার আশীষ কুমার হালদার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান প্রমুখ।

বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দুর্যোগ বিষয়ক প্রকল্পটির সমাপনী আমাদের কাছে খুবই কষ্টের। আমরা এই শব্দটি ব্যবহার করতে চাই না। আপনারা আমাদের ছেড়ে গেলেও দূর্যোগ আমাদের শ্যামনগর ছাড়বে না। সুতরাং আজকের এই কৃতজ্ঞতা জ্ঞাপন সভা থেকে আপনাদের উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দিবেন, আপনারা আগামীতে এই অঞ্চলের মানুষের এবং দূর্যোগ কবলিত এলাকায় বেশি বেশি কাজ করবেন এমনটাই আমাদের প্রত্যাশা। সর্বোপরি বক্তারা দূর্যোগের এই প্রকল্প আবার বর্ধিত হোক, এমনই মতামত উপস্থাপন করেন।

ওয়ার্ল্ড ভিশনের দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তা দীপংকর সাহার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো নজরুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com