September 10, 2024, 10:26 am
জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ও কৈখালী ইউনিয়নের সীমান্ত মাদার নদীতে মাছ ধরতে নেমে কেরামত আলী (৪০) নামের এক
জেলে নিখোঁজ হয়েছেন। মাছ শিকারের জন্য নদীতে ফেলার পর আটকে যাওয়া বড়শী ছাড়ানোর জন্য ডুব দেয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার সকাল সাতটার দিকে এঘটনা ঘটে। কেরামত আলী উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত মুনছুর গাজীর পুত্র। নিখোঁজ হওয়ার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরী দলের সদস্যসহ শ্যামনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে নিখোঁজ জেলের সন্ধান শুরু করেন। তবে ৮ঘন্টায়ও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ কেরামত আলীর স্ত্রী আনোয়ারা বেগম জানান, মঙ্গলবার সকালে তার স্বামী দীর্ঘদিন ধরে বাড়ির পাশ্ববর্তী মাদার নদীতে লম্বা সুতা দিয়ে বড়শী ফেলে আসছিলো। সকালে মাছ ধরার একপর্যায়ে নদীর মধ্যে আটকে যাওয়া বড়শী ছাড়ানোর জন্য তাকে কিনারে দাঁড় করিয়ে দিয়ে ডুব দিয়ে দীর্ঘক্ষনে ফিরে আসেনি। স্থানীয় ইউপি সদস্য শমসের আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বিষয়টি ফায়ার সার্ভিসের কালিগঞ্জ ইউনিট ও শ্যামনগর থানাকে অবহিত করা হয়।
জায়গাজমি না থাকায় কেরামত দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে মাদার নদীর চরে বসবাস করতেন বলে তিনি জানান। কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, কেরামত আলীর মৃগীরোগ ছিল। পানিতে ডুব দেওয়ার পর তিনি মৃগীরোগে আক্রান্ত হতে পারেন। ফায়ার সার্ভিস দলের সদস্য রবিউল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের বর্ণনামতে জায়গা নির্ধারন শেষে উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরীরা, দীর্ঘ আট ঘন্টা উদ্ধার অভিযানে নিখোঁজ কেরামত আলীকে উদ্ধার সম্ভব হয়নি। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শিদ সন্ধ্যা সাতটার দিকে জানান, এখনো কেরামত আলীর সন্ধ্যান পাওয়া যায়নি।
Comments are closed.