February 14, 2025, 5:44 am
শ্যামনগরে পিসক্লাবের দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় উপজেলার অফিসার্স ক্লাব হলরুমে দুইদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি। সোশ্যাল মিডিয়া এন্টারপেনারশিপ প্রশিক্ষণে উপজেলার গাবুরা, পদ্মপুকুর, আটুলিয়া, ভুরুলিয়া, বুড়িগোয়ালিনী, ঈশ্বরীপুর ইউনিয়নের ৩৩ জন পিস ক্লাবের সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে যুবদের সোশ্যাল মিডিয়ার ব্যবহারে সতর্কতা সম্পর্কে সচেতন এবং পজিটিভ কন্টেন্ট তৈরিসহ সোশ্যাল মিডিয়ার উপর দক্ষতা অর্জন সম্পর্কিত বিষয়ে ধারনা দেওয়া হয়। সমগ্র ট্রেনিং কোর্সটি পরিচালনা করেন রূপান্তর কর্মী মো: আব্দুল হান্নান। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন মো: মোসলেম উদ্দীন ও ভবানী রানী মন্ডল।
Comments are closed.