February 14, 2025, 5:03 am
১১ মার্চ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শ্যামনগরে পোড়া কাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধ কোটি টাকায় পাতানো নিয়োগ পরিক্ষা দুই দফায় পরিক্ষা শেষ হয়। গত ২ জানুয়ারি ২০২৩ তারিখে বিজ্ঞাপনের মাধ্যমে ল্যাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তাকর্মী, আয়া ৫ টি পদে নিয়োগ দেওয়া হবে মার্মে ল্যাব সহকারী পদে ৬ জন, অফিস সহকারী কাম কম্পিউটার পদে ১৪ জনের মধ্যে ৪ জন, পরিচ্ছন্নতা কর্মী পদে ৮ জন, নিরাপত্তা প্রহরী পদে ৭ জন, আয়া পদে ৫ জন আবেদন করেন। অন্যদিকে পাতানো নিয়োগ বানিজ্য সহ স্কুলের সভাপতি ডালিম কুমার ঘরামির স্ত্রীকে নিয়োগ দেওয়ার বিষয় জানতে পেরে পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য বুড়িগোয়ালীনি ইউনিয়নের পোড়াকাটলার ভামিয়া গ্রামের প্রফুল্ল্য রপ্তানের ছেলে তাপস রপ্তান ৩ জানুয়ারি ২০২৩ তারিখ সাতক্ষীরা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার ঘটনা তদন্তের জন্য নোটিশ প্রদানের আগেই তড়িঘড়ি করে পাতানো নিয়োগ বাণিজ্য সমাপ্ত করে ৷ ৫টি পদের মধ্যে ৪টি পদে প্রায় অর্ধ কোটি টাকা বানিজ্য করেন।
আর এই অর্থ সাতক্ষীরা ডিজি প্রতিনিধি তালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নকিপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, সভাপতি ডালিম কুমার ঘরামি, প্রধান শিক্ষক অনাঙ্গ কুমার মন্ডল ভাগবাটোয়ারা করে নেন। নিয়োগ পরিক্ষার আগে একটি সাদা কাগজে নিয়োগ প্রাপ্তদের নামের তালিকায় ল্যাব সহকারী পদে স্কুলের সভাপতি ডালিম কুমার ঘরামীর স্ত্রী গুস্মিতা ঘরামী (খুকু), অফিস সহকারী কাম কম্পিউটার পদে রনজিত ম-লের ছেলে সুদর্শন মন্ডল, নিরাপত্তাকর্মী পদে মৃত সাধুচরণের ছেলে চন্ডি মন্ডল, পরিচ্ছন্নতা কর্মী পদে পাই বিশ্বাসের স্ত্রী তৃষ্ণা ম-ল, আয়া পদে সত্যভূষন বিশ্বাসের স্ত্রী তৃষ্ণা রাণী বিশ্বাসের নাম প্রকাশ পেলে স্থানীয় প্রতিনিধি নিয়োগ বোর্ডে গিয়ে সাতক্ষীরা ডিজি প্রতিনিধিদের, শিক্ষক, সভাপতিকে অবগত করলে তারা বিষয়টি এড়িয়ে যান। পুনরায় নিয়োগ পরিক্ষার ফলাফল বের হলে সাতক্ষীরা ডিজি প্রতিনিধিদের, শিক্ষক ও সভাপতির মোবাইলে একাধিক ফোন দিলে তারা কেউ-ই ফোন রিসিভ করেননি।
Comments are closed.