December 6, 2023, 4:52 pm
শ্যামনগরে হতদরিত্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানে প্রায় ৩ কোটি টাকা অত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ অভিযোগ করা হয়েছে। ইতোমধ্যে দুদক বিষয়টি তদন্তে নেমেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগরে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায় ভূমিহীনদের মাঝে ৫শ ৫৩টি ঘর প্রদান করা হয়। প্রতিটি ঘর খাস জমিসহ প্রদান করা হয়েছে। তিন ধাপে পর্যায়ক্রমে এই ৫শ ৫৩ টি ঘর প্রদান করা হয়। ঘরের তালিকা তৈরি করেছেন শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের তহশীলদাররা। এই তালিকা তৈরিতে তহশীলদাররা উপকারভোগীদের কাছ থেকে প্রতি ঘরে ৪০-৭০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিয়ে তালিকা চুড়ান্ত করে ঘর প্রদান করেছে। এতে ৩ কোটিরও অধিক টাকা আদায় করেছেন তহশীলদাররা। এসব টাকা তহশীলদার, এসিল্যান্ড এবং ইউএনওদের পকেটে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ৫৫৩ টি ঘরের একটিও বিনা টাকায় পায়নি উপকারভোগীরা। এই টাকার ভাগ উপজেলার বড় রাঘববোয়ালরা পকেটে ভরেছে বলে বিভিন্ন নির্ভরশীল সুত্রে জানা গেছে। যা বাড়ী বাড়ী তদন্ত করে এখন সব রহস্য বেরিয়ে আসছে। তাছাড়া ৫৫৩টি ঘরের মধ্যে ৭৫% ঘর পেয়েছে জামাত বিএনপির অনুসারীরা। বঞ্চিত হয়েছে আওয়ামীলীগের প্রকৃত ভূমিহীনরা। জামাত-বিএনপির লোক যারা ঘর পেয়েছে এখন তারাই প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে বসে প্রধানমন্ত্রীর সমালোচনা করে। বিষয়টি নিয়ে প্রতিবেদক দুর্নীতি দমন কমিশন (দুদক) এ একটি অভিযোগ দায়ের করলে নড়ে বসেছে দুদক। ইতিমধ্যে তদন্ত করতে মাঠে নেমেছে দুদক। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, এধরনের অভিযোগ সত্য নয়, তবে বিষয়টি নিয়ে তদন্ত করছি, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Comments are closed.