September 10, 2024, 12:07 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ধনঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ধনঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালী আকবার আলী বিদ্যালয়ের শিক্ষক ধনঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানাগেছে যে, গত ১০ জানুয়ারী ২০১৭ থেকে ১০ জুন ২০১৮ তারিখ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বায়িত্বে ছিলেন শিক্ষক ধনঞ্জয়। এর মধ্যে স্কুলে ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রার্থীদের অফেরতযোগ্য জামানতের ১৫ হাজার টাকা এবং স্লিপসহ ভিন্ন টাকা অর্থ আত্মসাৎ করেছেন। গত ডিসেম্বর ২০২১ সালে ম্যানেজিং কমিটি গঠন হলেও এই টাকার হিসাব দিতে নারাজ শিক্ষক ধনঞ্জয়। স্কুলে স্থানীয় প্রতিনিধির উপস্থিতি টের পেয়ে কৌশলে এড়িয়ে যান শিক্ষক ধনঞ্জয়।

তোড়জোড় করে পরদিনই জরুরী বৈঠক ডেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ খবর ছড়িয়ে পড়ে এলাকাবাসী মাঝে। অভিভাবক সদস্যদের মাধ্যমে জানাগেছে যে, বর্তমান প্রধান শিক্ষক তুষার কান্তি ১১ জুন ২০১৮ সালে স্কুলে যোগদান করেন। যোগদানের পর থেকে শিক্ষক ধনঞ্জয় ও প্রধান শিক্ষক দুজন মিলেই অর্থ আত্মসাত শুরু করেন। আকবার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রত্যান্ত অঞ্চল হওয়ার ফলে শিক্ষক ধনঞ্জয় দিনের পর দিন সু-কৌশলে সকল অর্থ আত্মসাৎ করে আসছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার মো. রফিজ মিঞা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com