January 18, 2025, 5:41 pm
সাতক্ষীরার শ্যামনগর বাস চাপায় নুরালী গাজী নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৭ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার চন্ডিপুর গ্রামের কালভার্টের কাছে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ নুরালী গাজী (৭০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে মৃত আমির চাঁদ গাজীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ নুরালী গাজী ঈদের সওদা করার জন্য বাড়ি থেকে বের হয়ে শ্যামনগর বাজারে আসছিল। পতিমধ্যে মুন্সিগঞ্জ- সাতক্ষীরা সড়কের চন্ডিপুর কালভার্টের কাছে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্রো ব ১১ -১০৮৬) পিছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটকা করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের চালককে আটকের চেষ্টা চলছে।
Comments are closed.