September 7, 2024, 12:10 pm
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভূতিভূষণ মন্ডল (৪২) নামে একজনের অপমৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিভূতিভূষণ মন্ডল সিংহড়তলী গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ মন্ডলের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিজস্ব বাগানে পানি দেওয়ার জন্য মোটরের সুইচ দিয়ে তার টেনে পুকুর পাড়ে যায়। প্রায় ৩০ মিনিট পরে স্ত্রী সুচিত্রা মন্ডল (৩৩ ) খোঁজ নিতে গিয়ে দেখে পুকুরের পাড়ে পড়ে আছে, সাথে সাথে বিদ্যুৎ লাইন বন্ধ করে তাকে উদ্ধার করা হয়। বিভূতি মন্ডলের স্ত্রী, দুই মেয়ে ও একটি ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অনাকাঙ্খিক এ অপমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments are closed.