February 17, 2025, 5:00 pm
শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে পার্বতী মন্ডল (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার বিকাল ৫টার দিকে উপজেলার পশ্চিম দূর্গাবাটি গ্রামে নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে পশুপতি মন্ডলের স্ত্রী।
নিহতের স্বামী জানান, বিকালের দিকে গরুর জন্য খাদ্য তৈরীর সময় অসাবধানবশত বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এঘটনায় পরিবারের সমলেই শোকের সাগরে ডুবেছেন।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় পারিবারিকভাবে মরদেহ দাহ করা কয়েছে।
Comments are closed.