September 10, 2024, 10:29 am
বাংলাদেশে দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জরুরি প্রস্তুতি এবং অবকাঠামো নির্মাণকে শক্তিশালীকরণের লক্ষে প্রকল্প অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এ সভার আয়োজন করে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেযারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোযার হুসাইন মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো রবিউল ইসলাম প্রমুখ।
Comments are closed.