September 7, 2024, 11:58 am
শ্যামনগর উপকূলীয় অঞ্চলে সুপেয় পানি বা বৃষ্টির পানি সংগ্রহের জন্য পলিথিন পেপার বিতরণ করা হয়েছে। এসময় ২৫ টি পরিবারে ১২০ জন মানুষের মাঝে পানির চাহিদা মেটাতে এই পলিথিন পেপার বিতরণ করা হয়। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে শ্যামনগরের বুড়িগোলিনীর দূর্গাবাটিতে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের উদ্যোগে ও বারসিক’র সহযোগিতায় এই পলিথিন পেপারগুলো বিতরণ করা হয়। শ্যামনগরের বুড়িগোলিনীর দূর্গাবাটিতে নদী ভাঙ্গনের ফলে লোকালয়ে নোনা পানি প্রবেশ করে এলাকার সুপেয় পানির উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে, দেখা দিয়েছে তীব্র পানি সংকট। বৃষ্টির পানি সংগ্রহ করতে ২৫ টি পরিবারের ১২০ জন মানুষের পানির চাহিদা মেটাতে তাদের মাঝে পলিথিন পেপারগুলো বিতরণ করা হয়েছে।
Comments are closed.