December 10, 2023, 7:02 am

শিরোনাম:
বাঁশদহা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত প্রেসে বিজ্ঞপ্তি বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান আহ্বায়ক হিসেবে সাতক্ষীরা প্রেসক্লাবের দায়িত্বভার গ্রহণ। বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সাত জয়িতাকে সম্মাননা প্রদান আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবে বার্ষিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ কর্মসূচি পালন। কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত খুলনা সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত
শ্যামনগরে ৪৫ রাউন্ড বন্দুকের গুলিসহ আটক দম্পতিকে কারাগারে প্রেরণ

শ্যামনগরে ৪৫ রাউন্ড বন্দুকের গুলিসহ আটক দম্পতিকে কারাগারে প্রেরণ

সাতক্ষীরার শ্যামনগরে বন্দুকের তাজা গুলিসহ আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র জানায়, র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল বুধবার রাত ৮ টার দিকে উপজেলা সদরে গোডাউন মোড় এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তল্লাশি করে ৪৫ রাউন্ড বন্দুকের গুলি, একটি মটরসাইকেল, ২টি মোবাইল ফোন, ও ৪টি সিম কার্ড জব্দ করে র‌্যাব সদস্যরা।

আটককৃতরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের মৃত সাকাত মল্লিকের ছেলে মোঃ রফিক মল্লিক ও তার স্ত্রী ফিরোজা বেগম। রফিক শ্যামনগর সদরে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিঃ এ প্রহরী হিসেবে চাকরিরত বলে জানা গেছে।

র‌্যাব-৬ এর ডিএডি পুলিশ পরিদর্শক মোঃ রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল রাত ৮ টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের রফিক মল্লিকের বাড়িতে অভিযান চালায়। এ সময়ে উপস্থিতি টের পেয়ে মটর সাইকেলে তারা স্বামী-স্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের উপস্থিতিতে রফিক মল্লিকের বাড়িতে তল্লাশি করে ৪৫ রাউন্ড বন্দুকের গুলি, মোবাইল ফোন, মটর সাইকেল ও সিম কার্ড জব্দ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited