February 11, 2025, 1:13 pm
গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার তদন্ত ইনচার্জ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ২৮ মার্চ গভীর রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্র নগর গ্রামের বিমল মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত পানি তরল দ্রবন সদৃশ্য নকল ভেজাল ৫ শত লিটার ভেজাল মধু সহ বিমল মন্ডল (৫৫),ও বিজয় মন্ডল (৫৭) কে আটক করে। তাদের বাবার নাম মৃত যতিন মন্ডল। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (প) ধারায় ৪৬নং মামলা হয়েছে,যার তারির ২৮ মার্চ। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদলের সাথে কথা হলে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল মধু আটক করে মামলা দিয়ে আসামিদেরকে কোর্টে পাঠানো হয়েছে।
Comments are closed.