February 14, 2025, 5:41 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
শ্যামনগরে ৬ কেজি পশুর মাংসসহ আটক এক

শ্যামনগরে ৬ কেজি পশুর মাংসসহ আটক এক

শ্যামনগরে কৈখালী বন বিভাগের অভিযানে ৬ কেজি পশুর মাংসসহ একজন আটক হয়েছে। বুধবার (২২ মার্চ) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী বনবিভাগের স্টেশন কর্মকর্তা সাহাদাৎ আল-জামি সঙ্গীয় ফোর্স নিয়ে ভেটখালী গ্রামের নিরঞ্জন ভাঙ্গীর ছেলে গৌতম (২৫)কে গ্রেফতার করে ৷ ঐ সময় তার বাড়ীর ফ্রীজ থেকে ৬ কেজি সুন্দরবনের শুয়োরের মাংস জব্দ করেন। গৌতমের জবানবন্দি অনুযায়ী একুই এলাকার সুরাপ গাজীর ছেলে শহিদুল ইসলাম ও বলাই কাহার সহ ২/৩ জন সুন্দরবন থেকে এ শুয়োর নিয়ে আসে এবং গৌতমের কাছে বিক্রি করে। এ বিষয় কৈখালী স্টেশন কর্মকর্তা সাহাদাৎ আল-জামি বলেন, তাদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। ধৃত আসামি ও মাংস শ্যামনগর থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com