February 11, 2025, 5:36 am
উপকূলে খাবার সংকট নিরসনে শ্যামনগরে বেসরকারি সংস্থা সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) পক্ষ থেকে ৭৭ জন বাঘ বিধবা, বিধবা, প্রতিবন্ধী অসহায় পরিবারের মাঝে ১০০০ লিটার পানির ড্রাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাবুরার চকবারায় প্রধান কার্যালয় সামনে বিতরণ করা হয়। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলমে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম, গাবুরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুর রহমান, গাবুরা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান, সংরক্ষিত মহিলা সদস্য মোছা: ফরিদা খাতুন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য হাবিবুল্লাহ আল মামুন।
Comments are closed.