December 10, 2023, 7:26 am
শ্যামনগর ও দেবহাটায় র্যাবের অভিযান, ৫৪৬ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন। র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী সদর দপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় শ্যামনগরর নূরনগর আশলতা মাধ্যমিক বিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ৪৬৭ পিস ইয়াবাসহ শ্যামনগরের রামজীবনপুর গ্রামের মৃত সলেমান গাজীর ছেলে মোঃ আব্দুল হান্নান গাজী (২৮) কে গ্রেপ্তার করা হয়। অপরদিকে রাত ৯টার দিকে দেবহাটা থানার পারুলিয়া ব্রিজে ওঠার আগে “আল্লাহর দান” হোটেল সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ৭৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের কাউছারের ছেলে আব্দুল আলিম (৩২) কে। উভয় ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Comments are closed.