February 11, 2025, 1:10 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সড়কের উপর বালুর ব্যবসা!

সড়কের উপর বালুর ব্যবসা!

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা কলেজ মোড় থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত সড়কের পাশে অবৈধভাবে বালু রেখে দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। শুধুমাত্র ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে চলছে এসব অবৈধ বালু ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে ব্যবসা করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন মাথা ব্যাথা। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি তার পাশেই অবস্থিত বৃহত্তম বানিজ্য শপিংমল বাঁধন শপিং কমপ্লেক্স। এ দুটি জায়গা থেকে প্রতিনিয়ত শত শত মানুষ তাদের প্রয়োজনীয় চাহিদা মেটায়। কিন্তু মহাসড়কের পাশের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী বিভিন্ন ধরনের বালু রেখে তার অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। যে কারনে সড়কটির দ’ুধার সংকুচিত হয়ে গেছে। সড়ক পার হয়ে বৃহত্তম দুটো প্রতিষ্ঠানে যেতে গেলে থেকেই যাচ্ছে জীবনের ঝূকি। এ বিষয় প্রশাসন দেখে না দেখার ভান করে থাকে কোন এক অদৃশ্য কারনে। সড়কে বালুর আস্তারন পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে এই পথে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকরা। রাস্তার পাশে এ ধরনের বালুর একাধিক স্তুপ হওয়ায় বাতাস আসলেই বালু উড়ে পথযাত্রীদের নাকে মুখে ঢুকছে। এ পথে চলাচলকারী ব্যাটারিচালিত বেশ কয়েকজন অটোরিকশা চালক বলেন, শুষ্ক মৌসুমে এ রাস্তা দিয়ে যাতায়াত করার সময় ধুলাবালিতে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মাস্ক পরেও ধুলাবালি আটকানো যায় না। ধুলাবালিতে কোনো কিছু দেখতে না পেয়ে দুর্ঘটনার আশংকা বাড়ে। এ পথে নিয়মিত চলাচল করে শিক্ষার্থীদের কয়েকজনের সঙ্গে কথা হলে তাদের মধ্যে জান্নাতুল ফেরদৌস বলেন, সড়কের পাশে বালু রেখে ব্যবসার কারণে মারাত্মক ভাবে পরিবেশ দূষিত হচ্ছে। ধুলাবালির মধ্যে দিয়ে তাদের কলেজে যেতে হয়। ধুলাবালি নাক-মুখ দিয়ে শরীরের ভেতরে ঢুকে নানা রকম রোগের সৃষ্টি করে। এছাড়া এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ দুর্ভোগের শিকার হচ্ছেন। ঘটছে নানা ধরণের দূর্ঘটনা। এই মহলটি দীর্ঘ দিন ধরে সড়কের পাশে বালুর ব্যবসা করে আসলেও রহস্যজনক কারণে উপজেলা প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছেননা। অবৈধ ভাবে রমরমা ব্যবসা করে আসছে এই মহলটি। ওই এলাকার স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ দুর্ভোগে অতিষ্ট। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুহুল কুদ্দুসের কাছে সড়কের পাশে বালু রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী কাল এসব অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com