সদর উপজেলা সংবাদপত্র হকার শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন করেন খুলনা সংবাদপত্র হকার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিন্টু গাজী। সদর উপজেলা হকার শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. হাফিজুল্লাহ, সহ-সভাপতি সাবান আলী, সহ-সেক্রেটারি জাহিদ হাসান, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন, কার্যকরী সদস্য আব্দুস সালাম, মকবুর, মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, রোকন, আরিফুর রহমান ও মো. আবু রায়হান প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সংবাদপত্র বিলি বণ্টন খুবই পরিশ্রমের কাজ। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে একজন হকার পাঠকের হাতে সংবাদপত্র পৌঁছে দেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অধিকার আদায়ে এক চুল ও ছাড় নয় উল্লেখ করে তিনি বলেন, পাঠক কোন পত্রিকা পড়বে সেটা পাঠকের মর্জি। হকারদের অধিকার আছে সকল পত্রিকা বিক্রয় করার। এক্ষেত্রে পাঠকের চাহিদা মতো পত্রিকা সরবরাহের আহ্বান জানান বক্তারা।