February 11, 2025, 12:51 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাকিবের সামনে নতুন মাইলফলক

সাকিবের সামনে নতুন মাইলফলক

তারকা অলরাউন্ডার হিসেবে অনেক কীর্তিই গড়েছেন সাকিব আল হাসান। বুধবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজে সাকিবের সামনে হাতছানি দিচ্ছে নতুন মাইলফলক। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ২২৪ ম্যাচে ২৯৪ উইকেট সাকিবের। আর মাত্র ৬ উইকেট পেলেই প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মালিক হবেন সাকিব আল হাসান।
সাকিব আল হাসান দায়িত্ব পেলে বিপিএলের চেহারা মুহূর্তে বদলে দিতেন সাকিব

সাকিবের পর দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছেন যথাক্রমে- সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। মাশরাফি ২১৮ ম্যাচে ২৬৯ ও রাজ্জাক ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট নিয়েছেন। বর্তমান সময়ে খেলে যাওয়া ক্রিকেটারদের মধ্যে সাকিবের পরেই আছেন পেসার মোস্তাফিজুর রহমান। ৮২ ম্যাচে তার উইকেট ১৪১টি। আগামীকাল মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com