February 11, 2025, 12:38 pm
সাতক্ষীরা পাটকেলঘাটায় চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলায় লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হারুনর রশীদ মারাত্মক আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। জানাযায়, সোমবার ২৭ মার্চ ১২.৩০ সময় পাটকেলঘাটা থানার নগরঘাটা পোড়ার বাজার (রাইচ মিল) নামক স্থানে পূর্বপরিকল্পিতভাবে ওতপেতে দেশীয় অস্ত্র শস্ত্র লোহার রড, হাতুড়ি, বাঁশের লাঠি, জিআই পাইপ, রামদা নিয়ে পাঁচপাড়া গ্রামের মৃত খালেক সরদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হারুনার রশিদ সরদার এর উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে মাসুদ বাহিনী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হারুনার রশিদ বলেন, আমি প্রতি দিনের ন্যায় আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠান বিনেরপোতা সরদার ফিস্ থেকে হিসাব মিটিয়ে বাড়ি ফেরার পথিমধ্যে রাইচ মিল নামক স্থানে নিজ ব্যবহৃত মোটর সাইকেল গতিরোধ করে- মাসুদ, ইসকেন্দার, এরশাদ, নাঈম, সাগর, জালাল আমাকে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে আমার কাছে থাকা ১৩লক্ষ ৭৬ হাজার টাকা লুট করে নেয়। বিগত দিনে মাসুদ বাহিনী আমার কাছে কয়েক বার মোটা অংকের চাঁদা দাবী করে। কিন্তু আমি গত দু-তিনদিন আগে তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে, তারই রেশ হিসাবে আজ আমার উপর তারা হামলা করেছে। এ বিষয় মামলার প্রস্তুতি চলছে।
Comments are closed.