February 11, 2025, 12:43 pm
সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ। দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন-এর পক্ষ হতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Comments are closed.