December 10, 2023, 8:17 am
সাতক্ষীরায় চিংড়ি ঘেরের বাসায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার এলাকায় একটি চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে। নিহতের নাম খোরশেদ আলী (৩৫)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী এলাকার বাসিন্দা। চিংড়ি ঘের মালিক হারুন জানান, ঘের কর্মচারী খোরশেদ আলী সকালে সদর উপজেলার বাঁকাল এলাকায় তার মালিকানাধীন চিংড়ি ঘেরের একটি টোংঘরের বাসায় কাজ করছিল। এ সময় বাসার বিদ্যুৎ লাইনের লিকেজ তারে স্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Comments are closed.