February 11, 2025, 11:09 am
সাতক্ষীরা আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁটরায় শাহিনুরের বিরুদ্ধে অবৈধ ভাবে ভূ-গর্ভ থেকে বালি উত্তোলন করার অভিযোগ উঠেছে। সরেজমিনে যেয়ে দেখা যায় আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁটরায় লোকালয়ে এবং বসতঘরের ৩০ ফুট এর মধ্য থেকে ভূ-গর্ভের বালি ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে উত্তলন করা হচ্ছে। ফলে এলাকাবাসী ভূমি ধ্বসের শঙ্কায় রয়েছে। প্রকাশ্যে লোকালয়ের মধ্যে দীর্ঘ দিন যাবত অবৈধ ভাবে বালি উত্তলন করে ভরাটের কাজ চললেও কোন প্রতিকার না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইউনিয়নের বাঁটরা গ্রামের আবদুল আলিম ১০/১৫ বছর পূর্বে ভিটে বাড়িতে ঘর বেধে বসবাস করে আসছেন। সেখানে ভিটে বাড়িতে বসতঘর, রান্না ঘর, কাঠ ঘর, পায়খানা ঘর, পুকুর ও নারিকেল গাছ সহ অসংখ্য গাছগাছালী রয়েছে। আশাশুনি উপজেলার গোঁদাড়া গ্রামের সিদ্দিক গাইনের ছেলে কুখ্যাত বালু দস্যু শাহিনুর তার ড্রেজার মেশিন দিয়ে আবদুল আলিমের বাড়ির পাশ থেকে অবৈধ ভাবে ভূ-গর্ভের বালি উত্তলন করছে। ভূ-গর্ভের বালি উত্তলন সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ হলেও অবৈধ ভাবে এই কাজ চালিয়ে যাচ্ছে মাসের পর মাস। অথচ প্রশাসনের নেই কোন নজরদারি। এলাকাবাসী প্রতিবাদ করলে তারা থামেনি বরং তাদেরকে নানা ভাবে হুমকি ধামকি দেওয়া হয়।এভাবে সরকারি বিধি নিষেধ ও আইন কে অমান্য করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলন প্রতিরোধ না করা হলে বালি উত্তোলনের প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
চরম ক্ষতির মুখে থাকা বসতবাড়ি ও এলাকাবাসীর ক্ষতির মুখে ফেলে ভূ-গর্ভের বালি উত্তলন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী। এব্যাপারে স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সঞ্জয় রায় এর সাথে কথা হলে তিনি বলেন এ বিষয়ে আমি ব্যবস্থা নিচ্ছি। এলাকাবাসীর দাবি এভাবে একের পর এক বিভিন্ন স্থানে ভূ-গর্ভের বালি উত্তলন করে এলাকাকে চরম ঝুঁকিতে ফেলানো হচ্ছে। তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি ভবিষ্যতে কোথাও না হয় সেজন্য মেশিনের মালিক, বালু ব্যাবহারকারীদেরকে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জানান শাহিনুর এলাকার বিভিন্ন জায়গা থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ভূ-গর্ভস্থ থেকে ড্রেজার ম্যাশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। তাকে কেহ নিষেধ করলে নানা ভাবে গালি গালাজ ও হুমকি ধামকি দিয়ে আসছে। এভাবে দিনের পর দিন বালু উত্তোলন করলে নিশ্চিত ভুমি ধসের সৃষ্টি হবে। আমরা সাতক্ষীরা জেলা প্রশাসক এর আশু হস্তক্ষেপ কামনা করছি।
Comments are closed.